‘তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিত ইতিহাস জানতে হবে’

মে ০৯ ২০২৩, ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক ‍॥ তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সঠিত ইতিহাস জানতে হবে। তাদের কাছে এবিষয়ে সঠিক তথ্য তুলে দেওয়ার দায়িত্ব আমাদের।

তরুণরা যখন এবিষয়ে প্রকৃত জ্ঞান অর্জন করবে তখনই তারা সঠিকভাবে তা উপলব্ধি করতে পারবে যা তাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করবে।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বাঙলার স্থপতি’-শীর্ষক গ্রন্থের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। সভায় মূখ্য আলোচক ছিলেন ‘বাঙলার স্থপতি’-শীর্ষক গ্রন্থের প্রণেতা বিশিষ্ট লেখক ও গবেষক অ্যালভীন দীলিপ বাগ্চী।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথি, সুধীজনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও