কাউখালীতে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি দম্পতি গ্রেপ্তার

মে ০৭ ২০২৩, ১২:৩৪

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে হত্যা মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দম্পতি ১৮ বছর পর গ্রেপ্তার হয়েছেন। ঢাকার যাত্রাবাড়ির দক্ষিণ কাজলা এলাকা থেকে শুক্রবার (৫ মে) রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার গোসনতারা গ্রামের তোহাবুর কাজী ও তার স্ত্রী এবং একই গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের মেয়ে আলেয়া বেগম।

কাউখালী থানা ও মামলা সূত্র জানায়, কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের পরকীয়ার জের ধরে ১৯৯৮ সালের ১৭ জুন আলেয়া বেগমের স্বামী মাহাবুব কাজীকে তার ছোট ভাই তোহেবুর কাজী হত্যা করে।

পরে তোহেবুর কাজী তার ভাইয়ের স্ত্রী আলেয়া বেগমকে গোপনে বিয়ে করে এবং মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহত মাহাবুব কাজী ও গ্রেপ্তার আলেয়া বেগমের মেয়ে মুক্তি বেগম বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর তোহেবুর কাজী ও আলেয়া বেগমসহ দুই আসামিরর ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও