মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে যাওয়া শিশু এখনও নিখোঁজ

এপ্রিল ২৭ ২০২৩, ১৯:৩২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে পোনা নদীতে পড়ে সিনথিয়া (৫) নামের একটি শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ শিশু কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মো. কাওসার খানের মেয়ে।

এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে স্রোত থাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একই দিন রাত ১২টায় উদ্ধার অভিযান শেষ করেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। পরে একই দিন রাতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেন।

তিনি আরও জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এই রিপোর্ট পাঠাবার আগ পর্যন্ত শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও