কাউখালীতে গাঁজা সেবনের অপরাধে ভ্রম্যমান আদলতে ৩ মাসে কারাদণ্ড
এপ্রিল ২৫ ২০২৩, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বহনের অপরাধে মাহিন হোসেন (২৬) নামে এক যুবককে ভ্রম্যমান আদালত তিন মাসের কারাদণ্ড ও তিন শ’ টাকা জরিমানা প্রদান করেন।
গতকাল সোমবার রাতে উপজেলার শংকরপুর বাজারে গাঁজা সেবনের সময় থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মাহিন ওই উপজেলার বেকুটিয়া গ্রামে আলমগির হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার রাতে উপজেলার শংকরপুর বাজারে গাঁজা সেবনের সময় থানা পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও তিন শ’ টাকা জরিমানা করেন।








































