ঝালকাঠিতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ ‍॥ আটক ১০

এপ্রিল ২৫ ২০২৩, ১১:৩৯

ঝালকাঠি প্রতিনিধি ‍॥ ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১০ জনকে।

সোমবার দুপুর দুইটার দিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর ও মহদিপুর নয়ারাস্তা গ্রামবাসীর মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মো. রাজু (২০), মো. সাজু হাওলাদার (৪৫), সেলিম গোমস্তা (১৮), লাল চান হাওলাদার (১৪), কুদ্দুস হাওলাদার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৩০); মো. সোহাগ (৩০), এনামুল হক (৩০), জাহিদুল ইসলাম (৩২), মো. আল-আমিন (২৮), মো. শফিকুল হাওলাদার (৩০), মো. হানিফ খান ( ৫৫), মো. হাচান খান (২৭), শহিদুল হাওলাদার (৩৫)।

আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে মো. রাজুর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজ হাওলাদার ও মো. রানা হাওলাদারসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও