নাজিরপুরে জমে উঠেছে ভাসমান তরমুজের হাট

এপ্রিল ১৯ ২০২৩, ১৭:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরে বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে জমে উঠেছে ভাসমান তরমুজের হাট।

সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসছে এই হাট। তবে দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হলেও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় কিছুটা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ চাষিদের।

প্রতি বছর ক্ষেতে বসেই অধিকাংশ তরমুজ বিক্রি করলেও ভালো দাম পাওয়ায় লক্ষ্যে ও লোকসানের হাত থেকে রক্ষা পেতে বৈঠাকাটা ভাসমান হাটে চাষিরাই নিয়ে আসছে তরমুজ।

ভাসমান হাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানে স্থানীয়ভাবে তরমুজের চাহিদা মিটিয়ে অবশিষ্ট তরমুজ বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বিশেষ করে বরগুনার তালতলী, কালাইয়া, কলাপাড়া, মহিপুর, রাঙাবালী, চেংরাতলা, গলাচিপা, ভোলা ,চরফ্যাশন।

তথা দক্ষিণাঞ্চল থেকে নৌকা ও ট্রলার ভর্তি করে চাষীরা এ ভাসমান হাটে তরমুজ বিক্রি করতে আসে। তবে হাটের দিন ছাড়াও এখানে নিয়মিত কম বেশি স্থানীয়ভাবে পাইকারী-খুচরা বেচা-কেনা চলে।

এছাড়াও ঢাকা, গাজীপুর চৌরাস্তা, চাঁদপুর, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন এলাকার বেপারীরা তরমুজ কিনে ট্রাকে ও ট্রলারে করে নিয়ে যান এই সব এলাকায়।

হাটের দিনে গড়ে মোট প্রায় কোটি টাকার তরমুজ বেচাকেনা হয় এই ভাসমান হাটে। সরেজমিনে তরমুজের ভাসমান হাট ঘুরে দেখা গেছে, প্রচন্ড রৌদ্রের মধ্যে বিক্রেতারা নৌকায় ও ট্রলারে করে বিভিন্ন আকারের তরমুজের পসরা সাজিয়ে বসে আছে।

কথা হয় তরমুজ ব্যবসায়ী জহিরুল ইসলামের সাথে তিনি জানান, খুলনা বিভাগ এর বাজুয়া এলাকা থেকে তরমুজ কিনে তিনি বৈঠাকাটা ভাসমান হাটে নিয়ে এসে বিক্রি করেন।

এ বছর তরমুজের ফলন বেশি ছিল কিন্তু মাঝে একটি বন্যার কারণে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। তরমুজ তুলনামূলক তেমন একটা পাওয়া যাচ্ছে না। পাইকারি দর ও বিগত বছরের চেয়ে দ্বিগুণ বলেও জানান এই ব্যবসায়ী।

নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা বলেন, বৈঠাকাটা ভাসমান তরমুজের হাট মূলত একটি অস্থায়ী পাইকারী বাজার।

নদী পথে যোগাযোগ সহজ ও খরচ কম হওয়ায় পটুয়াখালী, ভোলা, বরগুনা থেকে বেপারীরা তরমুজ কিনে নিয়ে আসে এবং এখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তরমুজ পাঠানো হয় ও স্থানীয় বাজার সহ আশেপাশে এলাকায়ও তরমুজ পাইকারি ও খুচরা বিক্রি করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও