পিরোজপুরে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
এপ্রিল ১৩ ২০২৩, ১২:১৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পিরোজপুরের কাউখালী উপজেলায় এক যুবককে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে’ হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি মো. জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেন।
নিহত হাসিব বয়াতী (২৬) ওই ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মো. ইউনুস বয়াতির ছেলে। হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের বিরোধ আছে। ইফতারের পর হাসিবকে ওই ইউপি সদস্যের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
নিরু বেগম আরও জানান, কিছুক্ষণ পর হাসিবের চিৎকার শুনে তিনি (নিরু বেগম) টর্চ নিয়ে বাড়ির পাশে নির্জন ভিটায় গিয়ে ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানা পুলিশের এসআই পলাশ হোসেন জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।কাউখালী থানা পুলিশের ওসি মো. জাকারিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’








































