পিরোজপুর প্রেসক্লাব সভাপতির বাবা অ্যাডভোকেট শামসুল হকের মৃত্যু

এপ্রিল ০৪ ২০২৩, ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের সিনিয়র অ্যাডভোকেট মো. শামসুল হক ফকির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোররাত ৪টায় শহরের উকিলপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।

মঙ্গলবার জোহরের নামাজের পর পিরোজপুর পুরাতন ঈদগাহ ময়দানে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

শামসুল হক ফকির দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার প্রথম ছেলে শফিউল হক মিঠু দৈনিক জনকণ্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি। দ্বিতীয় ছেলে জহিরুল হক টিটু দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও পিরোজপুর কথার সম্পাদক।

অ্যাডভোকেট মো. শামসুল হক ফকির ১৯৭৫ সালের ২ জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও