পিরোজপুরে গৃহস্থের সঙ্গে ধস্তাধস্তি: পিটুনিতে প্রাণ গেল চোরের
মার্চ ৩১ ২০২৩, ১৯:১৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: পিরোজপুর সদর উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে কবির মৃধা (৩৭) নামের এক চোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) ভোরে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে।
কবির একই গ্রামের কাদের মৃধার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ছয়টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে চুরির উদ্দেশে কৌশলে ঘরের দরজা খুলে কবির পনির মৃধার ঘরে ঢুকেন। পনিরের স্ত্রী শাহিদা টের পেয়ে জেগে ওঠেন।
তখন কবিরকে ধরতে গেলে শাহিদার ওপর হামলা করেন। এ সময় শাহিদার স্বামী পনির জেগে উঠলে কবির দুজনকে মারধর শুরু করেন এবং তাদেরকে কামড়ে গুরুতর জখম করেন।
টের পেয়ে স্থানীয়রা ছুট এসে ঘরের ভেতর কবিরকে আটকের পিটুনি দেন। অসুস্থ অবস্থায় কবিরকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত পনির ও তার স্ত্রীর শাহিদাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবির ওই এলাকার একজন দুর্ধর্ষ চোর ছিলেন বলে জানিয়েছেন শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, কবির চুরির উদ্দেশেই রাতে ওই বাড়িতে গিয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’








































