পিরোজপুরে আকস্মিক ঝড়ে গাছপালাসহ একাধিক বাড়িঘর বিধ্বস্ত

মার্চ ৩০ ২০২৩, ১১:৪৫

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হঠাৎ ঝড়ে গাছপালা ভেঙে পড়াসহ একাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার ওপর দিয়ে অল্প সময়ের জন্য এ ঝড় বয়ে যায়। রাতেই উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ভবানীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত রেজাউল করিম সাংবাদিকদের জানান, ইন্দুরকানী সড়ক ওজনপথের রাস্তার পাশের চাম্বুল গাছ পড়ে আমার দুই ভাইয়ের টিনসেড পাকা ঘর ভেঙে গেছে। গাছ পড়ার শব্দে শুনে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বের হয়ে যাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, রাতের ঝড়ে গাছ পড়ে ভবানীপুর গ্রামের দুই ভাইয়ের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের ক্ষয়ক্ষতি দেখি এবং তাদের বাসস্থান ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করি।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও