উজিরপুরে পৌর কাউন্সিলর গ্রেফতার
নভেম্বর ০৬ ২০২২, ১৭:৫৪
নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর পৌরসভার সাজাপ্রাপ্ত আসামি কাউন্সিলর খাইরুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে পৌরসভার রাখালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানার এসআই কমল দে ও এএসআই নজরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, খায়রুল আলম উজিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর। সে মাহার গ্রামের মৃত আ. রহিম হাওলাদারের ছেলে। সে চেক জালিয়াতির ২টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিল।








































