গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগায় প্রাইভেটকারচালক নিহত
মার্চ ১৯ ২০২৩, ১৬:০৩
অনলাইন ডেস্ক :: চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় মুন্না শেখ (৩০) নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন।
রোববার (১৯ মার্চ) দুপুরে পৌর এলাকার হঠাৎপাড়ায় দুর্ঘটনার শিকার হন তিনি।
পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুন্না শেখ সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের লাল্টু শেখের ছেলে। তবে তিনি দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গ্যারেজে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন মুন্না। পথে হঠাৎপাড়ায় পৌঁছালে তার প্রাইভেটকারটি প্রথমে একটি কুকুরকে ধাক্কায় দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার বরিশাল/আরএইচ








































