নির্মাতার হাতে ধর্ষণের স্বীকার নায়িকা

মার্চ ১৯ ২০২৩, ১৩:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতীয় নির্মাতার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। এবার আর অভিযোগ নয় এই নায়িকার জোর দাবি করে বসলেন , ‘এই নির্মাতা তাকে ধর্ষণ করেছেন।’

শনিবার (১৮ মার্চ) পায়েল নিজের ইনস্টাগ্রাম এমন দাবি করেন। তার এমন দাবিতে সকলেই নড়চ়়ড়ে বসেন। এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, দক্ষিণে দু’জন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে কাজ করেছি, তবু কেউ ছুঁয়ে দেখারও চেষ্টা করেননি।

উল্টো দিকে, অনুরাগ কাশ্যপ কাজ না করেই ধর্ষণ করেছে আমাকে। কিন্তু তৃতীয় দেখাতেই ও আমাকে ধর্ষণ করেছিল। তাহলে বলুন কেন আমি দাক্ষিণাত্যের প্রশংসা করব না…’

পায়েল বছর দুয়েক আগে এক টুইটে অনুরাগের শিকার- রিচা চড্ডা, মাহি গিল, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নাম জানান। যদিও ওই তিন অভিনেত্রী এই ঘটনায় অনুরাগেরই পক্ষ নিয়েছেন। তিন জনেই একই সুরে বলেছেন, অনুরাগের কাছ থেকে কোনও রকম খারাপ ব্যবহার তাঁরা পাননি।

এই ঘটনার বছর দুয়েক কেটে যাওয়ার পর ফের সরব পায়েল। যদিও দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে হাতে লেখা ছোট্ট একটি অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট করেন পায়েল। পাশাপাশি প্রশ্ন করেন, আচমকা মৃত্যু হলে দায়ী থাকবেন কে?

অনেকেরই দাবি, এই মুহূর্তে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো তিনি এমন অসংলগ্ন পোস্ট দিচ্ছেন।এরপরই অনুরাগ কশ্যপকে সমন পাঠায় মুম্বাই পুলিশ।

টানা আট ঘণ্টা মুম্বাইয়ের ভরসোভা থানায় বসে তদন্তকারীদের হাজারও প্রশ্নের জবাব দিতে হয় পরিচালককে। অনুরাগ মামলায় বিচারের দাবিতে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও চিঠি পাঠিয়েছিলেন পায়েল

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও