পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি। স্থানীয় সচেতন নাগরিক সমাজের আয়োজনে আজ বরিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সড়ককে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
শেষে কাউখালী উন্নয়ন পরিষেদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কাউখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন তালুকদার , বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, কাউখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল মোতালেব মিয়া, আর এস ডি এম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, নারী নেত্রী জাহানুর বেগম, অভিভাবক ছায়া রানী ,অবসর প্রাপ্ত শিক্ষক সরজ কুমার, জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা নিরাপদ সড়ক এর দাবি জানিয়ে সকল গাড়ি চালক ও পথচারিদেও সচেতন হওয়ার আহ্বান জানান।