নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ, আহত ৭
মার্চ ১৮ ২০২৩, ১১:৫০
অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্য গুদামে বিস্ফোরণের পর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।
তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এলাকাবাসীর দাবি, আগ্নিকাণ্ডের এ ঘটনায় একজন মারা গেছেন।
আমার বরিশাল/আরএইচ








































