রাজনৈতিক অপশক্তিকে রাজপথে মোকাবেলা করা হবে -আবুল হাসানাত
নভেম্বর ০৬ ২০২২, ১৫:৫৮
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, সকল রাজনৈতিক অপশক্তিকে রাজপথেই মোবাবেলা করা হবে।
এজন্য স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ শান্তি প্রিয়। তাই তারা আর ২০০১ সালের অশান্ত পরিবেশ দেখতে চায় না। তারা দেখতে চায় না নির্বাচন পরবর্তী হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো কোন ঘটনা।
বর্তমান সরকারের দীর্ঘ মেয়াদে দক্ষিণাঞ্চলের কাঙ্খিত উন্নয়ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ এখন শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের।
রবিবার দুপুরে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে উপজেলা পরিষদের হলরুমে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের অভিভাবকখ্যাত আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, দলের নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন সু-সম্পর্ক রেখে ঘাঁপটি মেরে সুবিধা নেয়া জামায়াত ও বিএনপির লোকজনকে চিহ্নিত করতে হবে।
ওরাই নির্বাচনকালীন সময় এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগৈলঝাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় শেষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, শফিকুল হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ প্রমুখ।