গ্রেফতার আতঙ্কে ঝালকাঠি থেকে বাগেরহাট হয়ে ঢাকায় ইশরাক

নভেম্বর ০৬ ২০২২, ১১:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে আওয়ামীলীগের কার্যালয়ে হামলা, আসবাবপত্র ভাংচুর, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ভাংচুর করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ অভিযোগে ইশরাককে প্রধান আসামি করে গৌরনদী থানায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের হয়েছে।

শনিবার রাতে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন। সূত্র জানায়, ইশরাক হোসেন পুনরায় গৌরনদী হয়ে ঢাকায় যাবার পথে তাকে গ্রেফতার করা হতে পারে।

এমন গুঞ্জনে তিনি ঢাকা যাবার জন্য ভিন্ন পথ হিসেবে ঝালকাঠি থেকে বাগেরহাট হয়ে চলে যান। সন্ধ্যা ৬টার দিকে তার গাড়ি বহর বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি হয়ে যেতে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ইশরাক হোসেন জানান, ঢাকা থেকে বরিশালের সমাবেশে যাবার পথে গৌরনদীতে পিছন থেকে তার গাড়ি বহরে হামলা করা হয়েছে। ৮টি গাড়ি ভাংচুর করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের আহত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রাসেল রাঢ়ী। সে গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাহিলারা বাজার বনিক সমিতির সভাপতি শহীদ সরদার জানান, তারা ১০/১২ জন সকাল ৬টার দিকে মাহিলারা বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে হামলা ও ভাংচুর করেছে।

তারা কার্যাল‌য়ের মধ্যে থাকা টিভি, চেয়ার টেবিল ভাংচুর করেছে। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিড়ে ফেলেছে।

শহীদ আরো অভিযোগ করেন, হামলাকারীর ৭টি মোটর সাইকেল ভাংচুর করেছে। তারা মোটর সাইকেলে আগুন দেয়ার চেষ্টা করেছে। হামলাকারীরা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরো দুইজন আহত হয়েছে। এ ঘটনায় এই মামলা করা হয়েছে।

তবে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু জানান, বরিশাল গণ সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেয়া ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের ৮টি গাড়ি ভাংচুর করেছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও