তালতলীতে তরুণের আত্মহত্যা!
মার্চ ১৪ ২০২৩, ১১:০৪
অনলাইন ডেস্ক :: বরগুনার তালতলীতে সাকিব (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সাকিব ওই এলাকার কালাম কাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, ছেলেটি আত্মহত্যা করেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আমার বরিশাল/আরএইচ








































