গায়ে বিএনপির পতাকা এঁকে সমাবেশে আসছিলেন চুন্নু

নভেম্বর ০৫ ২০২২, ১৯:২৫

নিজস্ব প্রতিবেদক ‍॥ গায়ে রং দিয়ে বিএনপির দলীয় পতাকা এঁকে উজিরপুর থেকে সমাবেশস্থলে এসেছেন ফকরুল হাসান চুন্নু নামের এক কর্মী। শনিবার দুপুরে সমাবেশস্থলে ভিন্ন সাজে, হাতে দলীয় প্রতীকের পতাকা নিয়ে শ্লোগান দিতে দেখা যায় উজিরপুর থেকে আসা চুন্নুকে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে হবে। খুন-গুম, হত্যা, ধর্ষণ, হামলা-মামলা এই সরকারের প্রতিদিনের ঘটনা। বরিশালে আসার পথে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বিভিন্নস্থানে আমাদের ওপর হামলা করেছে। আমরা আজকের এই সমাবেশের মধ্যদিয়ে আগামী দিনের আন্দোলন অব্যাহত রাখবো।

চুন্নু আরও বলেন, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে তাতে না খেয়ে মরতে হবে। এই সরকারের আমলে ১ টাকার পণ্য ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। আমাদের মত সাধারণ মানুষের ভবিষ্যতে কী হবে জানা নেই। সমাবেশের ভিন্ন সাজে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দলকে ভালোবাসি তাই এমন সাজে এসেছি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও