বরিশালের বিএনপির গণসমাবেশে যোগ দিতে ড্রামে নদী পার!
নভেম্বর ০৫ ২০২২, ১৬:৩৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে সব ধরনের যাত্রীবাহি যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পন্থায় বিএনপির সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।
কেউ নৌকায়, আবার কেউ ট্রলারে চেপে বরিশালে আসছেন। আবার কেউবা ড্রামের ভেলায়ও নদী পারপার হচ্ছেন। বিকেল পৌনে ৩টায় ড্রামের ওপর ভেসে নেতাকর্মীদের বরিশালের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদীতে ট্রলার থেকে তীরে, আবার তীর থেকে ট্রলারে উঠতে দেখা গেছে। আর এভাবে নদী পারাপার হয়ে সমাবেশস্থলে আসেন তারা।
ড্রামে ভেসে আসা মো. রনি বলেন, সরকার সবকিছু বন্ধ করছে যাতে সমাবেশস্থলে আসতে না পারি। তবে ট্রলারে রাতের আঁধারে এসেছি, কিন্তু এখন দিন, তাই ভিড়তে দিচ্ছে না তীরে। ফলে ড্রামের ওপর ভেসে তীরে এসেছি। সমাবেশ সফল করতেই হবে আমাদের।
ড্রামে করে তীরে আসা শাওন নামে আরেকজন বলেন, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে কোনো ছাড় নয়। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন চলবে। এদিকে সমাবেশ শুরু হওয়ার পরও অনেক নেতাকর্মী নদী পথে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন উপায়ে।
আ/ মাহাদী