মুখের একপাশ বেঁকে গেছে ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফের

মার্চ ০৮ ২০২৩, ১৬:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। বেঁকে গেছে তার মুখের একপাশ। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থতা নিয়ে তাশরিফ বলেন, ‘আমি কবে সুস্থ হয়ে উঠব এই বিষয়ে এখনো চিকিৎসকরা সঠিকভাবে কিছু জানাতে পারছেন না। কমপক্ষে এক মাস চিকিৎসা করাতে হবে।

এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

নিজের অবস্থা জানাতে গিয়ে তাশরিফ বলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে গোটা বিষয়।

যদিও কেউ খালি চোখে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না।’ তিনি আরো বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়।

সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে। চিকিৎসকদের পরমর্শ মোতাবেক তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও