বরগুনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মার্চ ০৭ ২০২৩, ১৪:১৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. নুরুল ইসলাম জমাদ্দার ওরফে লালনকে (৪০) গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ মার্চ) সকালে ১১টায় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) লিটন হালদারের নেতৃত্বে বামনা থানার পুলিশ সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার উপজেলার পূর্ব লক্ষ্মীপুড়া গ্রামের জয়নাল আবেদীন জমাদ্দারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ২৫৭ পিস ইয়াবাসহ লালন জমাদ্দারকে গ্রেপ্তার করে বামনা থানা পুলিশ।

ওই মামলায় কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হন তিনি। তবে ওই মামলায় তিনি আদালতে হাজির না হয়ে পালিয়ে থাকেন। পরে আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ২০২২ সালে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বামনা থানার ওসি মো. বশিরুল আলম জানান, মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি লালন দীর্ঘদিন পালাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। দুপুরে আসামিকে বরগুনা আদালতে পাঠানো হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও