বরিশালে বিএনপির গণসমাবেশ: চিকিৎসাসেবা দিচ্ছে ড্যাব
নভেম্বর ০৫ ২০২২, ১৪:১৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বেলস পার্কের গণসমাবেশস্থলের এক পাশে বিএনপির ডাক্তারদের সংগঠন ড্যাবের একটি ক্যাম্প থেকে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে মানুষদেরকে। এছাড়া প্রাথমিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ড্যাব নেতারা।
ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ড্যাবের কেন্দ্রিয় কমিটির সহ প্রচার সম্পাদক ডা. মো. রাকিবুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে সমাবেশস্থলে অবস্থান নিয়েছে অনেক মানুষ।
তাদের অনেকেই পানি শূন্যতায় ভূগছে। তাদের অনেকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভূগছে। শ্লোগান দিতে দিতে অনেকের গলাব্যাথা হয়েছে। দূরদূরান্ত থেকে পায়ে হেটেও সমাবেশস্থলে আসায় অনেকের পা ব্যাথা হয়েছে।
এছাড়া তীব্র গরমেও ক্লান্ত হয়ে পড়েছেন অনেকে। তাদের সব ধরনের ওষুধ দেয়া হচ্ছে। এছাড়া হামলা কিংবা যে কোন ধরনের আহতের সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
আ/ মাহাদী