পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ: তিন মামলায় গ্রেফতার ২৩

মার্চ ০৬ ২০২৩, ১১:৩৬

অনলাইন ডেস্ক :: পঞ্চগড়ে পুলিশ ও মুসল্লি সংঘর্ষের ঘটনাসহ নিহতের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) পুলিশ দুটি মামলা ও আহমদিয়া সম্প্রদায় একটি মামলাসহ তিনটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৬০০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে।

রোববার (৫ মার্চ) রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, তিন মামলায় বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ে পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ পুলিশের কাজে বাঁধা প্রদান করাসহ হত্যার দায়ে শনিবার (৪ মার্চ) তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এর পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

তবে সংঘর্ষের এ ঘটনায় পঞ্চগড়ে থমথমে পরিবেশ বিরাজ করলেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও