সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে চলছে উদ্ধার অভিযান

মার্চ ০৫ ২০২৩, ১০:২১

অনলাইন ডেস্ক :: সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করে সংস্থাটি।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘দুর্ঘটনাস্থলে যেসব সিলিন্ডার দেখা গেছে, সেগুলো অনেক সময় পরীক্ষা করা হয় না।

বিস্ফোরণের বিভিন্ন কারণ থাকতে পারে। প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছি।’

ওই অক্সিজেন প্ল্যান্টে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, বিস্ফোরণের পর সেখানে ছিন্নভিন্ন অবস্থা। নিরাপত্তা পর্যাপ্ত ছিল কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এদিকে সকালে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছে বিস্ফোরক অধিদফতরের একটি টিম।

এর আগে শনিবার বিকেলে বিস্ফোরণের পর ৬ জনের মৃত্যুর খবর জানায় পুলিশ। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৮ জন। প্রায় ৫ ঘণ্টা চলে প্রথমদিনের উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি গাড়ি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে দুর্ঘটনায় নিহতদের দাফন ও আহতদের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও