মুক্তিপণের দাবিতে ২ শিশু অপহরণ

মার্চ ০৪ ২০২৩, ১০:৩৪

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণের দাবিতে দুই শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৩ মার্চ) বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

অপহৃত শিশুরা হলেন-টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (১৫) এবং একই এলাকার হোসাইন আলীর ছেলে মো. সালমান (৬)।

শিশুদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে মশিউর রহমান বলেন, ‘শুক্রবার সন্ধ্যার আগে ওই এলাকার প্রতিবেশী দুই শিশু বাড়ি থেকে খেলতে বের হয়। এক পর্যায়ে এরা বাড়ির পাশের সোনার পাড়া-টেকনাফ আন্তঃসড়কে চলে আসে। এ সময় দুই/তিনজন অস্ত্রধারী অটোরিকশাযোগে সেখানে এসে শিশু দুইটিকে তুলে নিয়ে যায়।

স্বজনদের দাবি, অপহৃত দুই শিশুর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির ওই মোবাইল ফোনের নম্বর থেকে কল করে জানায় দুর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, রাত ১১টার মধ্যেই দুর্বৃত্তরা মুক্তিপণের টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। তা না হলে দুই শিশুকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। পুলিশ শিশু দুটিকে উদ্ধারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও