মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি
মার্চ ০২ ২০২৩, ২১:১২
মঠবাড়িয়া, প্রতিনিধি: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
বৃহস্পতিবার (২মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস জাতীয় দিবসে তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এই আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর সুন্দরবন অঞ্চলের ইয়ং অফিসার মুজিবুল হক খান মজনু,উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন,উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ রুহুল আমিন,থানা ইন্সপেক্টর(অপারেশন)মোঃ আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ মজিবর রহমান প্রমুখ।
আ/ মাহাদী








































