বরগুনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ২৬ নারী-পুরুষ আটক
মার্চ ০১ ২০২৩, ১৩:২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৬ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে বরগুনা আমতলী উপজেলার হোটেল ডিলাক্সে অভিযান পরিচালিত হয়।
বরগুনা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. আবদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার হোটেল ডিলাক্সে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৬ জন নারী ও পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার আদালতে তোলা হবে।
বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আ/ মাহাদী








































