ঝালকাঠি শাহীজর্দা কারখানা থেকে গ্রেপ্তারকৃত বেলায়েতের রিমান্ড
ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ২১:৪৮
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির বিশ্বরোডে আদি শাহী ৯৯ জর্দা কোম্পানির কারখানার ভিতর থেকে প্রায় ৪হাজার পিচ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী আসামী বেলায়েত মাতুব্বরকে দুই দিনের রিমান্ড প্রদান করেছে আদালত।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তদন্তকারী কর্মকর্তা এসআই ইসতিয়াক ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে রিমান্ডাবেদন জানান।
আদালতের বিচারক আবুল কালাম আজাদ আবেদন মঞ্জুর দুই রিমান্ডাদেশ দেন। মামলার বাদী সহকারী পরিচালক এনায়েত হোসেন জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কড়াপুর ও ঝালকাঠির বিনয়কাঠি সীমান্তে ষ্টীল ব্রীজের কাছ থেকে রাশেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
৩ হাজার ১৫০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবার চালান উদ্ধার করে। তার স্বীকারোক্তি মোতাবেক ঝালকাঠি ও পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সহযোগীতায় ঝালকাঠি আদি শাহী ৯৯ জর্দার গোডাউনে অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামী ও অবৈধ ইয়াবার মূল ব্যবসায়ী বেলায়েত মাতুব্বরকে ৩হাজার ৯শ পিচ অবৈধ ইয়াবাসহ আটক করে।
গ্রেপ্তারের স্থান অনুযায়ী রাশেদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্ধর থানায় ও বেলায়েতের বিরুদ্ধে ঝালকাঠি থানায় পৃথক দৃটি মামলা দায়ের করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাদক ব্যবসায় ও অস্ত্রসহ ২টি মামলায় সাজাপ্রাপ্ত আসামীকুখ্যাত আসামী বেলায়েতকে উক্ত কারখানার পশ্চিমপ্রান্তে সিসি ক্যামেরা ও অত্যাধুনিক এয়ার ফিল্টার লাগানো যে সুরক্ষিত কক্ষ থেকে আটক করা হয়েছে তাতে আমাদের সন্দেহ তার সাথে আরো অনেক রাগববোয়াল জড়িত রয়েছে।
তাই মামলার এজাহারে একজনকে আসামী করা হলেও নেপথ্য নায়কদের চিহ্নিত করতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এসআই ইসতিয়াক জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ন ও চাঞ্চল্যকর হওয়ায় মাদক ব্যবসায়ী আসামী বেলায়েত মাতুব্বরকে আদালতে সোপর্দ করে রিমান্ডাবেদন জানানো হয়েছে। আদালত তদন্তের স্বার্থে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। যাযাদি/ এম








































