তালতলীতে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ২১:৪৩
উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার কথিত বাজার মূল্য সারে ৩ কোটি টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।








































