তালতলীতে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ২১:৪৩

তালতলী (বরগুনা) প্রতিনিধি ॥ বরগুনা তালতলীতে কথিত সারে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার কথিত বাজার মূল্য সারে ৩ কোটি টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও