বাছাইকৃত তালিকা বাতিলের দাবীতে দাবীদার মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ফেব্রুয়ারি ২৩ ২০২৩, ১৫:২৪

বরগুনা, সংবাদদাদাঃ বরগুনার বামনায় দাবীদার মুক্তিযোদ্ধাদের যাচাইবাছাই কার্যক্রম শেষে গত ৮ ফেব্রæয়ারী ২২ জন দাবীদার মুক্তিযোদ্ধার নাম অন্তভর্‚ক্ত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলে সুপারিশের জন্য পাঠায় বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটি।

এদিকে সদ্য প্রকাশিত ওই ২২ মুক্তিযোদ্ধার অনেকেই কখনো মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কোন কার্যক্রমে অংশগ্রহন না করা অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় বাছাই কমিটির বিরুদ্ধে বিপুল অঙ্কের উৎকোচ গ্রহন ও বাছাই কমিটির সদস্য না হয়েও মুক্তিযোদ্ধাদের স্বাক্ষাৎকার নেওয়ার অভিযোগ করেন একাধীক দাবীদার মুক্তিযোদ্ধারা।

এদিকে আজ বৃহস্পতিবার(২৩ ফেব্রæয়ারী) বামনা প্রেসক্লাবের সামনে বামনায় যাচাইবাছাই কার্যক্রমে অনিয়ম, বিতর্কীত কমিটি কর্তৃক প্রকাশিত তালিকা বাতিল ও স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় যাচাইবাছাই এর দাবীতে মানববন্ধন করেণ দাবীদার মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।

প্রায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে উপজেলার উপজেলার ২ শতাধীক দাবীদার মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, দাবীদার মুক্তিযোদ্ধার সন্তান ওবায়দুল কবির আকন্দ দুলাল, মো. নেসার উদ্দিন, দাবীদার মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন দত্ত, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, ফারুক আহম্মেদ আকনসহ মুক্তিযোদ্ধা ও সন্তানরা।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হাওলাদারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি দেয়। মানববন্ধনে আসা দাবিদার মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন দত্ত বলেন, আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি কিনা তা আমার কাগজ আর স্বাক্ষী যোদ্ধা জানেন। আমার কাগজপত্র আ. রশিদ সাহেব বলেন ভুয়া।

আমাকে তারা রুম থেকে বের করে দেয়। অথচ একটি মাধ্যম আমার কাছে কিছু টাকাও চেয়েছিলো। আমি দেইনি বলে প্রকৃত যোদ্ধা হয়েও তালিকায় নাম আসেনি। উপজেলার ঘোপখালী গ্রামের দাবিদার মুক্তিযোদ্ধা মো. আ. হলিম বলেন, যাচাই- বাছাই কমিটির এক সদস্য আমার কাছে লোক পাঠিয়ে ৩ লাখ টাকা চেয়েছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব অন্তরা হালদার বলেন, আমার কাছে দাবিদার মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি দিয়েছে। আমি দ্রæত যথাযথ কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়ে দিবো।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও