কাউখালীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো মাদ্রাসা ছাত্র
নভেম্বর ০৪ ২০২২, ১৯:৪৮
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে ফুফু বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরলো মাদ্রাসা ছাত্র জাবেদ। জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা নিবাসী সৌদি প্রবাসী মোঃ ইমাম হোসেনের মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ জাবেদ (৬) শুক্রবার সকালে কাউখালী হাসপাতাল রোডে তার ফুফা মোঃ কাওছার হোসেনের বাড়ীতে বেড়াতে আসে।
শুক্রবার বিকালে বাসার সামনে হাসপাতাল সড়কে রাস্তা পারাপাড়ের সময় অটোচাপায় গুরুত্বর আহত হলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ছোয়া বিশ্বাস অবস্থা অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করলে বরিশাল যাওয়ার পথেই শিশুটি মারা যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক অটোগাড়ী আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।