বেতাগীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ

ফেব্রুয়ারি ২২ ২০২৩, ১১:০২

অনলাইন ডেস্ক :: বরগুনার বেতাগীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোম ও মঙ্গলবার সকালে বেতাগী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ (২), ৮ নম্বর ওয়ার্ডের আদিবা (১), হোসনাবাদ গ্রামের ৮ মাসের হুমাইরা, ওমর ফারুক (২) ও রহমাতুল্লাহ (২) নামের ৫ শিশুকে টিকা খাওয়ানোর পর অসুস্থ হয়েছে বলে দাবি স্বজনদের। তাৎক্ষণিকভাবে অসুস্থ শিশুদের শিশু ওয়ার্ডে এনে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে নিয়ে আসা শিশুদের টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

এদের মধ্যে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অসুস্থ শিশু আদিবার বাবা খোকন বলেন, টিকা খাওয়ানোর একদিন পর আমার মেয়ে অসুস্থ হলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করি। বর্তমানে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

এদিকে পাঁচ শিশুর অসুস্থ হওয়ার খবরে অন্য অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ায় কথা শুনে আতঙ্কে আছি। কখন কোন শিশু অসুস্থ হয়ে পরে।

তবে ‘এ’ ক্যাপসুল গ্রহণের কারণেই যে শিশুরা অসুস্থ হয়েছে তা নিশ্চিত নন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। তিনি বলেন, কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে অসুস্থ হওয়ার কোনো কারণ দেখছি না। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল। তবে অতিরিক্ত ক্যাপসুল খেলে কারো কারো বমি ভাব হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, এ খবরে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও