পাথরঘাটা যুবলীগের সভাপতি সম্পাদককে অব্যাহতি

ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৭:০১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পাথরঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সাক্ষরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপনকে ২৬ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল কবির এ্যাটম ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

সাময়িক অব্যাহতি পাওয়া যুবলীগের দুই নেতা কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলকে অবহিত করা হয়।

তাদের নির্দেশনায় যুবলীগ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘১৬ জানুয়ারি পাথরঘাটা উপজেলা শাখার বর্ধিত সভা হয়। সেই সভায় তারা অনুপস্থিত থাকে।

আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তারা নোটিশের কোনো জবাব দেয়নি। এর পর থেকে উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক জেলা যুবলীগের সভাপতি সম্পাদক ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের অবগত না করে আগের তারিখ উল্লেখ করে বিভিন্ন শাখার কমিটি ঘোষণা করেছেন তারা। যার কোনো বৈধতা নেই। একই সঙ্গে আমরা পাথরঘাটা উপজেলার সব শাখাগুলোর কমিটি বিলুপ্তি করেছি।’

এ বিষয়ে মঙ্গলবার মোস্তাফিজুর রহমান মুরাদ যুগান্তরকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমরা কারণ দর্শানোর নোটিশ পাইনি। নোটিশ পেলে অবশ্যই জবাব দিতাম।’

তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্র মোতাবেক শাখা কমিটি দেওয়া দায়িত্ব উপজেলা যুবলীগের। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। আমরা গঠনতন্ত্র মেনেই শাখা কমিটি দিয়েছি। আমাদের সাময়িক অব্যাহতি দিয়েছে- সে চিঠিও এখন পর্যন্ত পাইনি। কী অপরাধ বা ভুল করেছি তাও জানি না।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও