পিরোজপুর থেকে ১২ রুটে বাস চলাচল বন্ধ
নভেম্বর ০৪ ২০২২, ১৫:৪৭
পিরোজপুর প্রতিনিধি :: বিএনপির বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে পিরোজপুরে চলা বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে।
তবে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আলমগীর হোসেন আরও জানান, গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে শুক্রবার মধ্যরাতেই ট্রলারে করে রওনা করেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।
এদিকে গণসমাবেশ কেন্দ্র করে নেসারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
অবশ্য পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, নসিমন-করিমন ও ট্রলার চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন তারা।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহসভাপতি রতন কুমার চক্রবর্তী বলেন, সড়ক পথে নসিমন-করিমন বন্ধের দাবিতে বৃহস্পতি, শুক্র ও শনিবার বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন তারা।
আমার বরিশাল/ আরএইচ