সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন আর নেই
ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ১৫:৫৭
অনলাইন ডেস্ক :: জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সমবায় ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মনির হোসেন আর নেই। তিনি রোববার সকাল ৭ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে মনির হৃদরোগে ভুগছিলেন। তার জানাজা বাদ আসর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নিজ গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক করবস্থান তাকে দাফন করা হবে।
আমার বরিশাল/আরএইচ








































