বিএনপির সমাবেশ: বরিশালে সড়কে পুলিশের চেকপোস্ট

নভেম্বর ০৪ ২০২২, ১৫:৪০

নিজস্ব প্রতিবেদক :: এবার খেয়া পারাপারও বন্ধ করা হয়েছে বরিশালে। এতে করে বরিশাল নগরীর বাসিন্দারা পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে বরিশালের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন আগে এসব দৃশ্য চোখে পড়েছে।

শুক্রবার সকালেই বরিশাল লঞ্চঘাটসংলগ্ন খেয়াঘাট, চরমোনাই, চাঁদমারী খেয়াঘাটসহ সব খেয়াঘাট থেকেই নৌকা ও ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। তবে সংশ্লিষ্ট কেউ ট্রলার চলাচল বন্ধের কারণ জানাতে পারেনি।

চাঁদমারী ট্রলারঘাট এলাকার বাসিন্দা শাওন বলেন, কাল রাত থেকে কম করে হলেও ১০০ ট্রলারে বিএনপি নেতাকর্মীরা বরিশালে এসেছেন। লঞ্চও ভিড়েছে এখানে।

এদিকে বরিশাল নগরীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, আমরা আমাদের নিয়মিত কাজ করছি।

এর আগে বিএনপির সমাবেশ ঘিরে বরিশালে সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। অঘোষিত ধর্মঘট করছে সড়ক ও নৌযান মালিকদের সংগঠন।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

এক্সক্লুসিভ আরও