গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে

ফেব্রুয়ারি ১৮ ২০২৩, ১৬:৩৩

অনলাইন ডেস্ক :: বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসহাব উদ্দীনের ছেলে মো.নেজাম উদ্দীনের বিরুদ্ধে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

কিশোরীর মা ও বাবা বলেন, পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেয় তাদের মেয়ে। সেখানে ৬ বছর ধরে কাজ করে আসছে।

গত রমজানে কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে মো.নেজাম উদ্দীন। রমজান মাস হওয়ায় কাউকে বিষয়টি জানানো হয়নি। কিন্তু আবারও ধর্ষণ করা হলে কিশোরী তার বাড়িতে চলে আসে। এরপর চেয়ারম্যান আসহাব উদ্দীন ও তার ছেলে গিয়ে তাকে নিয়ে আসে। অসুস্থ মেয়েকে ওসিসিতে ভর্তি করা রয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানায় মামলা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বাঁশখালীর এক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এনে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই কিশোরীকে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন বলেন, ‘ধর্ষণের বিষয়টি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। গরু কেনার টাকা না দেওয়ায় তারা এ ঘটনা সাজিয়েছে’।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও