বরিশালে ধর্মঘটের নামে ‘সন্ত্রাস ও শ্রমিক হয়রানি’ বন্ধের দাবি
নভেম্বর ০৪ ২০২২, ১৪:০৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ধর্মঘটের নামে ‘সন্ত্রাস ও শ্রমিক হয়রানি’ বন্ধের দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতি দেন পরিষদের বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিক ও মানিক হাওলাদার।
তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা সারাদেশে বিআরটিএ থেকে ব্যাটারিচালিত থ্রি হুইলারকে লাইসেন্স দেওয়ার দাবি জানিয়ে আসছি। এছাড়া মহাসড়কে থ্রি হুইলারের জন্য আলাদা লেন চালুর কথা বলছি। কিন্তু তার কিছুই হয়নি। বিবৃতিতে বলা হয়, ৪ ও ৫ নভেম্বরের ধর্মঘট শ্রমিকের স্বার্থে ডাকা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে।
এই ধর্মঘটে রূপাতলী, নথুল্লাবাদসহ নগরীর বিভিন্ন স্থানে কালাম-আফজালসহ কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা জোরপূর্বক গাড়ি চলাচলে বাধা দিচ্ছে।
সংগ্রাম পরিষদের স্টিকারযুক্ত গাড়িতেও দেওয়া হচ্ছে বাধা। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য শ্রমিকের রুটিরুজির ওপর এভাবে জোরপূর্বক হস্তক্ষেপ করা অন্যায় ও অমানবিক।
বিবৃতিতে অবিলম্বে ধর্মঘট ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। এদিকে আজ বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ। এর আগেই বরিশালে লঞ্চ, স্পিডবোট, বাস, মাইক্রোবাস, থ্রি হুইলার চলাচল বন্ধ করা হয়।
এ বিষয়ে বাস মালিক সমিতি বলছে, মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে তারা ধর্মঘট ডেকেছে। বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, মহাসড়কে তিন চাকার যানবাহনসহ অনুমোদনহীন নসিমন-করিমন ও অন্যান্য যানবাহন চলাচল করছে। এতে দুর্ঘটনা ঘটছে। এগুলো বন্ধ করার দাবিতে চলছে ধর্মঘট।
এদিকে পাল্টা বাসমালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডাকে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন।
তবে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক জানান, তাদের গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এই ধর্মঘট।
আ/ মাহাদী