দেশে ফিরেছেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৯:৩৪

অনলাইন ডেস্ক :: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

গত ৯ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।

চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টায় ঢাকায় ফেরেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী গত ৯ ফেব্রুয়ারি রাতে সিঙ্গাপুর যান। চিকিৎসা শেষে দুজনই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নেমে সরাসরি উত্তরার বাসায় পৌছেন সন্ধ্যা সাড়ে ৬টায়।

মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে এবং রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও