দুই মামলায় পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি জামালের

অক্টোবর ২৭ ২০২২, ১৬:৪০

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে দুই মামলায় সাজাপ্রাপ্ত মো. জামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার শ্যামবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম। তিনি বলেন, জামালের বিরুদ্ধে ২০১৮ সালে একটি মাদক মামলা হয়।

ওই মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজা প্রদান করেন বিচারক। এছাড়া ২০১৯ সালে চেক ডিজঅনার মামলায় আরো এক বছরের সাজা হয় জামালের বিরুদ্ধে।

এরপর থেকেই পালিয়ে থাকতে শুরু করে সে। বুধবার সংবাদ পেয়ে ঢাকার শ্যামবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

এসআই শহিদুল ইসলাম আরো বলেন, বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত জামালকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও