‘কাঠালিয়ায় ওরশ বন্ধের দাবি এলাকাবাসীর’
ফেব্রুয়ারি ১৪ ২০২৩, ১৯:২২
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়ায় ওরশের নামে নারী-পুরুষদের অশ্লীল নৃত্য, মাদকের আসর বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী।
অতি সম্প্রতি এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা। তাদের দাবী একসময়ে নিয়ম নীতিমালা মেনে অনুষ্ঠান পালন করলেও বর্তমানে নানা অনিয়মের অভিযোগ উঠছে মাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝালকাঠির কাঁঠালিয়া ১০৩ বছর যাবত ওরশ পালন করে আসছে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের হক্কেনুর দরবার শরীফ। কয়েক বছর যাবত ওরশের নামে প্রতিনিয়ত গান-বাজনা ও অশ্লীল নাচগানসহ মদ-গাজার আসর বসিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মাজারের তথাকথিত পীর মনজিল মোর্শেদ।
অভিযোগে আরো জানা গেছে, পরিবারের সদস্যসহ গান-বাজনার আসরে আগত ব্যক্তিরা কথিত মাজারে প্রকাশ্যে সেজদা দিচ্ছে। যা পবিত্র ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ (শিরক)। এছাড়া তাদের ঢোল-কর্তালের আওয়াজে পার্শবর্তী মসজিদের আজান-নামাজসহ এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মারাত্নক বিঘ্ন ঘটেছে। এলাকাবাসীরা এর প্রতিবাদ করলে তা মানতে নারাজ মাজার কর্তৃপক্ষ। ফলে বিষয়টি নিয়ে এবার ওরশের সময় এলাকাবাসী ও মাজার কর্তৃপক্ষের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার ওরশ হলে আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানে যাওয়া উচিত বলে মনে করছে এলাকার সুশীল সমাজ ।
এদিকে ৩দিন ব্যাপী ওরশকে কেন্দ্র করে দেশের নানান এলাকার মানুষের সমাগম ঘটে এখানে। সৃষ্টি হয় বিশৃঙ্খলা, এলাকায় বৃদ্ধি পাচ্ছে চুরি-ডাকাতি।
ওরশ বন্ধের দাবি জানিয়ে ঐ এলাকার বাসিন্দা মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, ওরশের নামে নারী পুরুষের সম্মিলিত অশ্লীল নৃত্য, বিভিন্ন ধরণের মাদকের আসর বসানো হয়। মেলায় গভীর রাতে নারী-পুরুষের অশ্লীল লীলা। এতে এলাকার তরুণ ও যুব সমাজ নানান সমাজ বিরোধী কাজ ও মাদকের সাথে জড়িয়ে পড়ছে।
তবে বিষয়টি অস্বীকার করে মাজারের পীর মঞ্জিল মোর্শেদ বলেন, নিয়ম অনুযায়ী ওরশ পালন করা হয়। এখানে কোন ধরনের অনৈতিক কর্মকান্ড চলে না।
বিষয়টি নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসক ফারহ্ গুল নিঝুমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আমার বরিশাল/আরএইচ








































