কাউখালীতে ১২ দিন ব্যাপী শিক্ষক সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন
ফেব্রুয়ারি ১৪ ২০২৩, ১৮:১২
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ১২ দিনব্যাপী শিক্ষক সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্পের সহকারী পরিচালক মোঃ মাসুম, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলতাফ উদ্দিন।
উপজেলার ৬৪ টি কেন্দ্রে ৬৪ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্প ম্যানেজার আলতাব উদ্দিন জানান, ঝরে যাওয়া শিক্ষার্থীদের পাঠদান করাই আমাদের উদ্দেশ্য।
আ/ মাহাদী








































