তরিকুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী আজ
নভেম্বর ০৪ ২০২২, ১১:২৮
আমার বরিশাল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
দিনটি উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজীবন সংগ্রামী তরিকুল ইসলাম নিষ্ঠুর নির্যাতন সহ্য করেও কঠিন সিদ্ধান্তে অটুট থাকতেন। তার রাজনীতি দলীয় নেতাকর্মীকে সবসময় অনুপ্রেরণা জোগাবে।
২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপলো হাসপাতালে (বর্তমান এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন তরিকুল ইসলাম। পিতা আবদুল আজিজ ছিলেন একজন ব্যবসায়ী, মাতা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। যশোর জেলা স্কুল থেকে ১৯৬১ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৬৩ সালে মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে তিনি কৃতিত্বের সাথে আইএ পাস করেন। ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ এবং ১৯৬৯ সালে এমএ পাস করেন। তরিকুল ইসলামের রাজনীতিতে হাতেখড়ি হয় ছাত্রজীবনেই। তিনি বামপন্থী ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন।
১৯৭০ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি বিএনপি গঠনে ভূমিকা রাখেন এবং ১৯৯১ সাল থেকে তিনি সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ; খাদ্য, তথ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আমার বরিশাল/ আরএইচ