বরগুনায় সরকারি অ্যাম্বুলেন্সচালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ফেব্রুয়ারি ১৪ ২০২৩, ০৯:৫৪

অনলাইন ডেস্ক :: বরগুনা সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চলছে না সরকারি নির্ধারিত ভাড়ায় । নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। এ অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্সচালক আবদুর রহমান ও মাকসুদুর রহমানের বিরুদ্ধে। ফলে রোগীর স্বজনরা আজ দিশেহারা হয়ে পড়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভাড়া পৌর শহরের মধ্যে ৩০০ টাকা, পৌরশহরের বাইরে গেলে প্রতি কিলোমিটারে ভাড়া ১০ টাকা। সে হিসাবে বরগুনা থেকে বরিশাল ৮৫ কিলোমিটার, যা সরকারি নির্ধারিত ভাড়া এক হাজার ৫০০ টাকা। তবে নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে পৌর শহরের মধ্যে ৫০০-৬০০ টাকা, বরিশাল গেলে দুই হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা আদায় করেন রোগীর স্বজনদের কাছ থেকে।

বরগুনা সদরের এক বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত অসহায় এক রোগীকে বরগুনা হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে রেফার করেন। সরকারি অ্যাম্বুলেন্সচালক মাকসুদুর রহমানের কাছে বরিশাল যাওয়ার কথা বললে তিনি মুঠোফোনে রাজি হয়। এর পর ভাড়ার কথা জানতে চাইলে সে তিন হাজার টাকা দাবি করেন।

তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এলাকার আরিফ হোসেন নামে এক ব্যক্তি জানান, কিছু দিন আগে তার বাবা অসুস্থ্ হলে বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল গেলে অ্যাম্বুলেন্সচালক তিন হাজার টাকা নেন।

এ বিষয়ে সরকারি অ্যাম্বুলেন্সচালক মাকসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে বরিশালে রোগী নিয়ে যাওয়ার বিষয়ে আলাপ করলে তখন আমি মুঠোফোনে দুই হাজার ৭০০ টাকা ভাড়া দাবি করি; কিন্তু সরকারি রেড ২১০০ টাকা।

সরকারি অ্যাম্বুলেন্সচালক আবদুর রহমান নামের আরেক ড্রাইভারের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অন্য একটি কারণে আমি তিন হাজার টাকা ভাড়া দাবি করেছিলাম, এটি সত্যি; কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন নেতাকর্মীর স্বজনদের বিনামূল্যে বরিশালে নিয়ে যেতে হয়। তা ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও ফ্রি টানতে হয়।

সরকারি খাতায় তো আমাদের পার কিলোমিটার অনুযায়ী ১০ টাকা করে জমা দিতে হবে। আমরা সেই টাকা কোথায় পাব। তাই বাধ্য হয়ে রোগীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হয়।

এ বিষয়ে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবুর রহমান জানান, আমাদের ড্রাইভাররা যদি অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, তা হলে বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও