ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
ফেব্রুয়ারি ১৩ ২০২৩, ১৭:৩৬
অনলাইন ডেস্ক :: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভবন থেকে পড়ে মো. আরমান মিয়া (২২) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব পৌরসভার নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরমান মিয়া ভৈরব পৌরসভার চন্ডিবের এলাকার হিরণ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিউটাউন এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল রং করছিলেন আরমান। এসময় অসাবধানে ভবন থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা আরমানকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার বরিশাল/আরএইচ








































