শচীনের মেয়ে সারা’র স্ট্যাটাস ভাইরাল
ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ২১:০৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার মাঠের বাইরে রয়েছেন দীর্ঘদিন। কিন্তু আলোচনার বাইরে তিনি থাকেন না।
তার এক ছেলে ও এক মেয়েও আছেন আলোচনায়। ছেলে অর্জুন টেন্ডুলকার ক্রিকেট নিয়ে থাকলেও মেয়ে সারা আছেন মডেলিং নিয়ে। সেই সারার একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
সম্প্রতি সারা টেন্ডুলকার ভুল করে আইপিএলের দল আরসিবি’র নাম লিখে পোস্ট দেন। আর এ কারণেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সারা সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম লেখায় হাসাহাসির রোল পড়ে যায়।
পরে সারা লিখেছেন- ‘আমি ভুল করে আরবিসির পরিবর্তে আরসিবি লিখেছি।’ অবাক হওয়ার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরসিবিকে অনুসরণ করেন না সারা। তার বাবা শচীন আইপিএল শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
গত দুই বছর তার ভাই অর্জুন টেন্ডুলকারও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সারাকে ওই দলের হয়ে উল্লাস করতে দেখা গেছে।
আ/ মাহাদী








































