রাত পোহালেই হিজলা উপজেলা আ‘লীগের সম্মেলন

নভেম্বর ০৩ ২০২২, ১৯:৪৯

হিজলা প্রতিনিধি ‍॥ দীর্ঘ ১০ বছর পরে বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ৫ দফায় তারিখ পরিবর্তন হলেও আগামীকাল সম্মেলনকে ঘিরে ব্যানার ফেস্টুনে উপজেলার মূল সড়ক সয়লাব ।

বিভিন্ন সূত্রে জানা যায় বর্তমান সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদার ও ইকবাল হোসেন মাতুব্বর সভাপতি প্রার্থী। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্ল্হ, সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুছ, সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান সাইলু জানান যারা বিগত দিনে নৌকার বিপক্ষ করেছে তাদেরকে কোন দলীয় পথ দেয়া হলে তা তৃণমূল মেনে নেবে না।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু নবীনদের গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু আগামীকালের সম্মেলন সম্পর্কে বলেন সম্মেলন মানেই উৎসব। এরিমধ্যে উপজেলা ব্যানার ফেস্টুনে রঙ্গিন সাজে সেজেছে। বিগত দিনে দলের শৃঙ্খলা বঙ্গ করে যারা বহিষ্কার হয়েছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি দলের নিতি নির্ধারকরা দলের গঠনতন্ত্র অনুযায়ী করবে তবে তারা কোন পদ পাবে না।
প্রবীর না নবীন নেতৃত্ব আসছে এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নানা গুঞ্জন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও