ধর্ষণ-হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ফেব্রুয়ারি ০৭ ২০২৩, ১২:৩১

অনলাইন ডেস্ক :: সঙ্ঘবদ্ধধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুমকে (৪৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আটক মাসুম দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

মাসুম পটুয়াখালীর বাউফল থানার গোয়ালিয়াবাঘা (সালেশ্বর) এলাকার আব্দুর রশিদের ছেলে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, আটক আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় ২০০২ সালের একটি সঙ্ঘবদ্ধধর্ষণ মামলা রয়েছে। ওই মামলায় ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় পলাতক থেকে পরিচয় পরিবর্তন করে জীবন যাপন করে আসছিলেন।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও