বরিশালে বিএনপির ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা
নভেম্বর ০৩ ২০২২, ১৯:৩৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।
বিএনপি নেতাদের অভিযোগ, শনিবারের সমাবেশ বাধাগ্রস্ত করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার ছিঁড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করছে।
তারা জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর জিলা স্কুলের মোড়ে সমাবেশ উপলক্ষে বিএনপি নেতাদের টাঙানো তিনটি ব্যানার ছেঁড়া হয়।
ছাত্রদলের কর্মী মো. রাহাত বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে এসে আমাদের নেতাদের ব্যানার ছিঁড়েছে। তারা বিভিন্ন জায়গার পোস্টারও ছিঁড়ে ফেলছে।’
ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, বিএনপি নিজেরা ব্যানার ছিঁড়ে দোষ চাপাচ্ছে ছাত্রলীগের ওপর।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের নেতা-কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা করছে। আমাদের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সমাবেশ ঘিরে বাস, লঞ্চ বন্ধ করে নেতা-কর্মীদের আটকে রাখা সম্ভব নয়। হাজার হাজার নেতা-কর্মী এরই মধ্যে বরিশাল নগরীতে অবস্থান নিয়েছেন। সমাবেশস্থলেও অবস্থান নিয়েছেন শত শত নেতা-কর্মী। জনগণের এই আন্দোলনে বাধা দেয়ার ক্ষমতা সরকারের নেই।’
এদিকে বিকেলে জিলা স্কুল মোড় থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী কোনো দলের ব্যানার ছেঁড়েনি বা ভাঙচুর করেনি। বিএনপি নগরীকে অশান্ত করতে নিজেরা ব্যানার ছিঁড়ে ছাত্রলীগকে অপবাদ দিচ্ছে। বিএনপি সমাবেশের নামে শান্তির নগরী বরিশালে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’